স্টাফ রিপোর্টার : একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী জুলিয়া খাতুন (২৫) কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী বাবুল হোসেন। পুলিশ ঘাতক স্বামী বাবুল হোসেন (৩৭) কে আটক করেছে। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে।
এলাকাবাসী জানান পরিবারের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮ টার দিকে বাবুল হোসেন তার স্ত্রী জুলিয়া খাতুনকে ঘরের পাশে থাকা কুড়াল দিয়ে মাথায় ও গলায় দুটি কোপ দেয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় জীবননগর হাসপাতালে নেওয়ার পথে জুলিয়া খাতুনের মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, পারিবারিক কলহের কারনেই বাবুল হোসেন তার স্ত্রীকে কুড়াল দিয়ে কোপ মারে। পরে তার মৃত্যু হয়। তরে ঘাতক স্বামী বাবুল হোসেনকে আটক করা হয়েছে।