শহিদুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে জান্নাতুল (১৪) নামের এক শিশু গত ১৭ দিন ধরে নিখোঁজ থাকলেও আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে শিশু সন্তানকে হারিয়ে তার সন্ধান না পাওয়ায় হতাশায় ভুগছে তাদের পরিবার। এ ঘটনায় মা বেবি বেগম বাদী হয়ে প্রথমে জিডি ও পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মা বেবি বেগম জানান, তার ছেলে জান্নাতুল (১৪) গত ২১/৪/২০২২ ইং তারিখ সকাল ৮ ঘটিকার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি, পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও আজ পর্যন্ত তার কোন সন্ধান মেলাতে পারেনি। অবশেষে তাকে না পেয়ে গত ২৫ এপ্রিল মা বেবি বেগম বাদী হয়ে মহেেশপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যার ১২৮১।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার এসবিকে ইউপির বজরাপুর গ্রামের জামতলা পাড়ার বসবাসকারী জানু খাঁ ও তার স্ত্রী বেবি বেগমের সাথে জমি জায়গা সক্রান্ত বিরোধ নিয়ে মরিয়ম, হানেফ মিজি, হান্নান, হাসান, বসির, শিখা, লাইলী বেগম ও সাকিবসহ ৭ জনের সাথে বেশ কিছু দিন যাবত আদালতে মামলা চলছে।
তিনি আরো জানান, আসামিরা দফায় দফায় মামলা তুলে নেওয়া সহ নানা ধরনের হুমকি অব্যাহত রেখেছে। ধারনা করা হচ্ছে তারা জান্নাতুলকে পুর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দ্যোশে পরিকল্পিত ভাবে আটকে রেখেছে।
এ বিষয়ে মা বেবি বেগম বাদী হয়ে গত ৩০ এপ্রিল ঐ ৭ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে তাদের ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। তাদের ছেলেকে ফিরে পেতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে।