অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পহেলা বৈশাখ থেকে সারাদেশে অনলাইনের মাধ্যমে ভূমি কর ব্যবস্থাপনার কাজ শুরু হবে। এ কাজ যেন যথাযথভাবে হয় সে লক্ষ্যে কাজ করতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে ভূমিমন্ত্রী এ নির্দেশনা দেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন আজ। ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগীয় কমিশনার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
সারাদেশে যত খাস জমি আছে সেগুলো উদ্ধারে ডিসিদের অনেক ভূমিকা রয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, সব খাস জমি উদ্ধারের ব্যাপারে ডিসিদের আরও আন্তরিক হতে হবে। এজন্য একটি ল্যান্ড ডাটা ব্যাংক করা হচ্ছে। এর মাধ্যমে সারাদেশের খাস জমির পরিমাণ জানা যাবে।
Leave a Reply