অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অতীতের মতো ভবিষ্যতেও আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী বনানীর ৫০-কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনীর অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, আজ এ মাহেন্দ্রক্ষণে আমি বাংলাদেশ ও দেশের মানুষকে অভিনন্দন জানাই। অতীতের মতো ভবিষ্যতেও আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করছি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকায় দূতাবাস চালু করায় আর্জেন্টিনা সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
কাতার ফুটবল বিশ্বকাপ চলাকালে ঢাকায় আবার দূতাবাস চালুর ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা। সে কথা রাখতেই দুদিনের সফরে সোমবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
বাংলাদেশে আর্জেন্টিনার কোনো দূতাবাস বা কনস্যুলেট অফিস ছিল না। দিল্লির আর্জেন্টিনার দূতাবাস থেকেই ঢাকার সঙ্গে দেশটি সম্পর্ক বজায় রাখতো। একইভাবে আর্জেন্টিনায়ও বাংলাদেশের কোনো দূতাবাস বা কনস্যুলেট অফিস নেই।
এক সময়ে বাংলাদেশে আর্জেন্টিনার একটি কূটনৈতিক মিশন ছিল। ১৯৭৪ সালে ঢাকায় আর্জেন্টিনার মিশন খোলা হয়। তবে, ১৯৭৮ সালে সে মিশনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দিল্লির আর্জেন্টিনার দূতাবাস থেকেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলছে দেশটি। আর ১৯৯২ সালে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দূতবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply