অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন জঙ্গিবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন বলেছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের সেনাদের সহযোগিতা করতে তারা কিয়েভ সরকারকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।
লকহিড মার্টিন কোম্পানির চিপ অপারেটিং অফিসার ফ্রাঙ্ক সেন্ট জন ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহের ব্যাপারে তৃতীয় পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা চলছে। এর অর্থ হচ্ছে অন্য যেসব দেশের কাছে এফ-১৬ জঙ্গিবিমান রয়েছে তাদের মাধ্যমে এই বিমান ইউক্রেনে পৌঁছানো হবে।
সেন্ট জন বলেন, লকহিড মার্টিন কোম্পানি সম্ভাব্য বিমান সরবরাহের আলোচনায় সরাসরি জড়িত নয়। তারপরেও তার কোম্পানি যুদ্ধবিমান উৎপাদন বাড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে যাতে যেসব দেশ তৃতীয় পক্ষ হিসেবে ইউক্রেন সরকারকে যুদ্ধবিমান সরবরাহ করতে চায় তারা যেন তা সহজে সরবরাহ করতে সক্ষম হয়।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহ করার ঘোষণা দেন। এর একদিন পর লকহিড মার্টিন কোম্পানির চিফ অপারেটিং অফিসার ইউক্রেনকে তৃতীয় পক্ষের মাধ্যমে জঙ্গিবিমান সরবরাহের কথা জানালেন।
আমেরিকা ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহের ঘোষণা দেয়ার পর ইউরোপের মিত্ররা ট্যাংক সরবরাহের বিষয়টি জোরদার করেছে। জার্মানিও ইউক্রেনকে বহুল আলোচিত লেপার্ড ট্যাংক দেবে।
Leave a Reply