অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর মানসিক নির্যাতন, চড়-থাপ্পড় এবং আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী।
জানা গেছে, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী সোমবার সকালে ভয়ে হল ছেড়ে নিজ বাড়ি পাবনাতে চলে যান। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, নবীনবরণের আগের দিন এক সিনিয়রের মাধ্যমে শেখ হাসিনা হলের কক্ষে গেস্ট হিসেবে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী। রবিবার সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন তার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাবাসসুম ও ছাত্রলীগ সহ-সভাপতি অন্তরা। পরে সন্ধ্যায় ভুক্তভোগীকে হল থেকে বের করে দেওয়ার দাবি জানান তারা। পরদিন হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। তাকে গণরুমে থাকতে বলেন হল প্রভোস্ট।
ভুক্তভোগীর অভিযোগ, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে ডাকেন অন্তরা ও তাবাসসুমসহ তাদের কয়েকজন সহযোগী। এ সময় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। নাচতে বলা হয় এবং বিভিন্ন স্যারদের বিরুদ্ধে জোর করে বক্তব্য নেওয়া হয়। পরে ভয় পেয়ে সোমবার সকালে হল ছেড়ে চলে যান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘সে যদি অভিযোগ করে তাহলে তাকে প্রমাণ দিতে বলেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’
এ বিষয়ে হল প্রভোস্ট শামসুল আলম বলেন, ‘গতকাল প্রথম বর্ষের এক মেয়ে কিছু সিনিয়রের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছিল কয়েকজন ছাত্রী। পরে আমি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মিলে বিষয়টি মিটমাট করে দিই। কিন্তু পরে তার সঙ্গে কী হয়েছে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। ভুক্তভোগী অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’
বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমনটি কখনোই কাম্য নয়। যদি ছাত্রলীগের কেউ এসবে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমি একটা প্রোগ্রামে আছি। পরে অফিসে গিয়ে অভিযোগপত্র দেখে উভয়ের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
Leave a Reply