অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলের উপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল- মালেক আল-হুথি বুধবার রাতে ঘোষণা করেছেন যে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালী, এডেন উপসাগর এবং আরব সাগরের মধ্য দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং এই অঞ্চল দিয়ে যে কোনো ইসরাইলি জাহাজ চলাচল করলে তাকে লক্ষ্যবস্তু করা হবে।
আব্দুল-মালেক আল-হুথি জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপটি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত অবরোধ এবং তাদেরকে অনাহারে রাখার বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া মাত্র। তিনি আরও যোগ করেছেন: “ইহুদিবাদী ইসরাইল সরকার মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে এবং ক্রসিং পয়েন্ট বন্ধ করে গাজার জনগণের উপর আরও চাপ সৃষ্টির চেষ্টা করছে যা যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত।”
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর নীতি অবস্থানেরও সমালোচনা করে বলেছেন যে, আরব শাসকরা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের সাথে যোগসাজশ করে চলছে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে যায় এমন যেকোনো পদক্ষেপে বাধা দিচ্ছেন। তিনি বলেন, “ইসরাইলের অপরাধযজ্ঞ সত্ত্বেও মুখে আরব দেশগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তা একটি মহাপাপ এবং দায়িত্ব এড়ানোর লক্ষণ।”
আব্দুল মালেক আল-হুথি আরো বলেছেন, আরব নেতাদের বক্তব্য কেবল মৌখিক নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে ইসরাইলের বিরুদ্ধে কোনও বাস্তব পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, কিছু আরব দেশ ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অবরোধ এড়াতে স্থলপথ খুলে দিয়েছে এবং এ বিষয়টি বিশ্বব্যাংকের প্রতিবেদনেও বলা হয়েছে।
ইয়েমেনের আনসারুল্লাহর নেতা ইসরাইলকে সমর্থন করার ক্ষেত্রে মার্কিন ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “তেল আবিবের অপরাধকে সমর্থন করার ক্ষেত্রে বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চেয়েও বেশি এগিয়ে গিয়েছিল। তিনি বলেন ইসরাইলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা কেবল শুরু এবং যদি গাজার অবরোধ অব্যাহত থাকে, তাহলে আনসারুল্লাহ আরও কঠোর ব্যবস্থা নেবে।
আব্দুল মালেক আল-হুথি জোর দিয়ে বলেন যে ইসরাইলকে মোকাবেলার জন্য সকল বিকল্পপন্থা আলোচনার টেবিলে রয়েছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের যেকোনো পদক্ষেপ বন্ধ করা কেবল তখনই সম্ভব হবে যদি কঠোর এবং প্রতিরোধমূলক প্রতিক্রিয়া দেখানো যায়।