অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোঃ সাতাইয়্যা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে ঘোষণা দিয়েছে তা প্রকৃতপক্ষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের নতুন উগ্র ডানপন্থী মন্ত্রিসভা শুক্রবার ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কয়েক মিলিয়ন ডলার রাজস্ব দেয়া বন্ধ রাখবে।
রামাল্লায় অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণ, তাদের সক্ষমতা ও তাদের অর্থনৈতিক তহবিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর্যায়ে পড়ে। এটি ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ এবং তার অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
ইসরাইল প্রকৃতপক্ষে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে খাদের কিনারে নিয়ে যেতে চায়।
মোহাম্মদ সাতাইয়্যা বলেন, দখলদার শক্তির দস্যুতা, লুটতরাজ আর প্রতিহিংসা ফিলিস্তিনি জনগণের মনোবলকে ভেঙে দিতে পারবে না; এবং আমাদের নেতৃত্ব তাদের রাজনৈতিক ও আইনি লড়াই অব্যাহত রাখবে। আমরা আমাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতা কোন অর্থ বা সুবিধার বিনিময়ে বিক্রি করব না।
Leave a Reply