অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের অপরাধী কার্যকলাপের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনের স্বার্থ রক্ষা করে জাতিসংঘে যেসব প্রস্তাব পাস হয়েছে তা ততদিন বাস্তবায়ন করা সম্ভব নয় যতিদন তেল আবিব ওয়াশিংটনের দ্বিধাহীন সমর্থন উপভোগ করবে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম গতকাল (শনিবার) এক বিবৃতিতে একথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাস করার পর হামাসের মুখপাত্র এ বক্তব্য দিলেন।
হাজেম কাসেম বলেন, ফিলিস্তিনের পক্ষে যে অগণিত আন্তর্জাতিক প্রস্তাব রয়েছে শুক্রবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবটি তাতে একটি নতুন মাত্রা যোগ করবে মাত্র। কিন্তু এসব প্রস্তাব বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত একবারের জন্যও ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা যায়নি।
হামাসের মুখপাত্র বলেন, আমেরিকা যতদিন দখলদার ইসরাইলের সহযোগীর ভূমিকা পালন করবে এবং ইসরাইলি অপরাধযজ্ঞ ধামাচাপা দেবে ততদিন এসব আন্তর্জাতিক প্রস্তাব কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালত যেন ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বিশেষ করে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের আইনগত দিকটি খতিয়ে দেখে একটি রায় দেয়।
ফিলিস্তিনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে চীন ও রাশিয়াসহ ৮৭ দেশ ভোট দেয়। এর বিপক্ষে ভোট দেয় ২৬ দেশ এবং ৫৩ দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটির বিপক্ষে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি ব্রিটেন এবং জার্মানিও ভোট দিয়েছে। আর ফ্রান্স ভোটদানে বিরত ছিল।
Leave a Reply