26 Nov 2024, 08:16 pm

ইসরায়েলে চরম দক্ষিণপন্থীদের উত্থানে ফিলিস্তিনিরা চরম আতঙ্কে

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী ও গোঁড়া ধর্মভিত্তিক সরকার ক্ষমতা গ্রহণ করার পর ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্ব আরও সংঘাতময় হয়ে উঠবে বলে ইসরায়েলের ভেতর ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যেই প্রবল শঙ্কায় দিন কাটাচ্ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।

এই পটভূমিতে হেব্রনে ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলেছেন বিবিসি নিউজের টম বেইটম্যান। তিনি বলেন, ‘আমি গিয়েছিলাম হেব্রনে ইয়াসের আবু মারখিয়ার বসতবাড়ির ওপর চালানো হামলা নিয়ে তার সঙ্গে কথা বলতে। কিন্তু সাক্ষাৎকারের মধ্যেই কুঁচকিতে লাথি খেয়ে বাগানে তাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে হলো।’

তিনি আরও বলেন, ‘তার বাড়িতে হামলা চালানো যখন শুরু হয়, তখন আমাদের ক্যামেরা ওই ঘটনা রেকর্ড করতে শুরু করেছে। বসতিস্থাপনকারীরা হামলা শুরু করেছে! তারা পাথর ছুঁড়ছে! আমার প্রযোজক চিৎকার করছিলেন। ফিলিস্তিনি পরিবারটির সদস্যদের সঙ্গে আমরা ছুটে বাসার বাইরে গেলাম। দুইজন তরুণ ইসরায়েলি, ইয়াসের আবু মারখিয়ার বাসার বাগানে জোর করে ঢুকে পড়েছে। তাদের পেছন পেছন ঢুকে যায় কিছু সেনা।’

টম বেইটম্যান বলেন, ‘দুই তরুণ বসতিস্থাপনকারীর একজন সোজা আমাদের দিকে তেড়ে এল। পরিবারটিকে উদ্দেশ্য করে চেঁচাতে লাগল এখান থেকে বেরিয়ে যাও। চলে যাও!’

তাদের হম্বিতম্বি থামানোর চেষ্টায় আবু মারখিয়া এগিয়ে গেলেন। তিনি তার ফোনে ঘটনাটার ছবি তুলছিলেন। একজন সেনা তাকে ছবি তুলতে বাধা দিল। কিন্তু এরই মধ্যে ইসরায়েলি তরুণটি এগিয়ে এসে ওই বাসার মালিক ফিলিস্তিনি আবু মারখিয়াকে জোরে লাথি মারল। ঠিক এ ধরনেরই আচমকা হামলা নিয়ে এই পরিবারটির সঙ্গে কথা বলতে তারা হেব্রনে গিয়েছিল।

হেব্রনের ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের পর তাদের ওপর হামলা ক্রমশ বাড়ছে। তারা সব সময় আচমকা হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

এবারের ভোটে চরম ডানপন্থীদের প্রতি সমর্থন ব্যাপক মাত্রায় বেড়েছে। যার ফলে হেব্রন ও অন্যত্র ইহুদী বসতিস্থাপনকারীদের পক্ষে আন্দোলনকারী চরম জাতীয়তাবাদী গোষ্ঠির একেবারে কট্টর মনোভাবাপন্ন মানুষরা নিজেদের ক্ষমতাশালী মনে করছেন।

এছাড়া এই ভোটের ফলাফল, অধিকৃত এলাকাগুলোয় সেনাবাহিনীর ভূমিকা কী হওয়া উচিত তা নিয়ে ইসরায়েলি সমাজের ভেতর একটা সংস্কৃতির লড়াইয়েও ইন্ধন যোগাচ্ছে।

আবু মারখিয়াকে লাথি মারা ঘটনার পর তারা যখন ছবি তোলা চালিয়ে যাচ্ছিল, তখন সেখানে একটা অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়। ওই পরিবারকে সাহায্য করছেন এমন একজন ফিলিস্তিনি আন্দোলনকারী, বাদি দোওয়েক, চিৎকার করতে থাকেন।

তিনি বলেন, ‘এখানে সেনারা ফিলিস্তিনিদের রক্ষার জন্য কিছুই করে না। একজন ফিলিস্তিনি যদি এ কাজ করতো, তাহলে তোমরা (সেনারা) তাকে জেলে ধরে নিয়ে যেতে, নয়ত গুলি করতো!’

সেখানে এই পদ্ধতি মাফিক বৈষম্যের যে অভিযোগ অনবরতই শোনা যায় সেটাই ওই ব্যক্তি পুনর্ব্যক্ত করলেন। তাদের চিরাচরিত অভিযোগ হলো, অধিকৃত পশ্চিম তীরে বসতি গাড়তে আসা ইসরায়েলি, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালায়, তাদের দায়বদ্ধ করার সংস্কৃতি খুবই বিরল।

আর তাদের এই অভিযোগ যে কতটা সত্যি সেটাই প্রমাণ করলেন ওই ব্যক্তি, যিনি ইয়াসের আবু মারখিয়াকে লাথি কষিয়ে ছিলেন। তিনি তার গাড়ির দিকে এগিয়ে গেলেন, একজন সেনা তার সঙ্গে করমর্দন করল এবং তিনি চলে গেলেন।

আবু মারখিয়া অচৈতন্য আর আহত অবস্থায় পড়ে রইলেন। প্রতিবেশীরা এসে তার সেবা শুশ্রূষা করতে লাগল। এই ঘটনা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে তারা প্রশ্ন করলে তারা জানায়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা হলে সেটা থামানোর দায়িত্ব সেনাদের এবং প্রয়োজন হলে পুলিশ না আসা পর্যন্ত সন্দেহভাজনদের আটক রাখার ক্ষমতাও তাদের রয়েছে।

পুলিশও নিয়মমাফিক বলে থাকে, ইহুদী বসতিস্থাপনকারীদের দিক থেকে সহিংসতার ঘটনা ঘটলে তারা তা তদন্ত করে। কিন্তু অধিকার গোষ্ঠীগুলো জানায়, এগুলো সাধারণত কেবল মুখের কথা, আদতে কখনই এসব ঘটে না।

ইসরায়েলে নভেম্বরে যে নির্বাচন হয়েছে তাতে উগ্র দক্ষিণপন্থী দল রিলিজিয়াস জায়োনিজম জোট সংসদের ১২০টি আসনের মধ্যে ১৪টি আসনে জয়লাভ করেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী শরিক জোট এরাই।

নতুন সম্প্রসারিত জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদে নিয়োগ করা হয়েছে ইতামার বেন গ্যভিরকে। ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে পুলিশি ব্যবস্থার দায়িত্বও এখন এই পদের অধীনে আনা হয়েছে।

বেন গ্যভির চরম জাতীয়তাবাদী ও ইহুদী বসতি সমর্থক দল ওৎজমা ইয়েহুদিৎ এর নেতা, যে দল আরব বিরোধী এবং বৈষম্যমূলক নীতির প্রচারক। তরুণ জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক একটি গোষ্ঠী, যারা রাস্তায় বন্দুক হাতে আন্দোলনের সমর্থক, আনুগত্যহীন আরবদের ইসরায়েল থেকে বের করে দেবার আহ্বানে মুখর ও পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনিদের গুলি করার মতবাদে বিশ্বাসী, তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন এই ইতামার বেন-গ্যভির।

বেন গ্যভির বর্ণবাদে উস্কানি দেবার ঘটনায় এবং ইহুদী একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার দায়ে আগে দোষী সাব্যস্ত হয়েছেন। হেব্রনের ফিলিস্তিনি বাসিন্দাদের কাছে তিনি সুপরিচিত, কারণ শহরের একটি ইহুদী বসতি থেকেই তার উত্থান।

গোঁড়া একটি প্রান্তিক গোষ্ঠী থেকে দেশটির রাজনৈতিক মূলধারায় তার উত্থানকে অনেকেই ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে একটি বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। বিশেষ করে, পশ্চিম তীরে ইতোমধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যেভাবে ব্যাপক ধরপাকড়ের অভিযান চালাচ্ছে এবং সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনিদের দিক থেকেও মারাত্মক হামলা যেভাবে বেড়েছে, সেই পটভূমিতে।

এ বছর হেব্রনে ১৬ বছরের একজন তরুণসহ দুইজন ফিলিস্তিনিকে শহরে প্রতিবাদ বিক্ষোভের সময় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ তুলে আরও দুইজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

একজন ফিলিস্তিনির চালানো বন্দুক হামলায় নিহত হয়েছে একজন ইসরায়েলি, যে ফিলিস্তিনিকে পরে গুলি করে হত্যা করা হয়েছে। যেদিন তারা খবরের জন্য ফিল্ম করছিলেন, সেদিন শহরে দৈনন্দিন জীবনের বাস্তবতা সম্পর্কে খোঁজখবর নিতে শহরে ঘুরছিলেন ইসরায়েলের শান্তিকামী কিছু দলের প্রতিনিধিরা।

হেব্রন শহর হলো তল্লাশি চৌকির শহর আর অধিকৃত এলাকায় সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। সেখানে রয়েছে কয়েকশ ইসরায়েলি বসতিস্থাপনকারীর ঘর, যারা বাস করে সেনাবাহিনীর ছত্রছায়ায় এবং পূর্ণ রাজনৈতিক অধিকার নিয়ে। তাদের ঘিরে বসবাস কয়েক লাখ ফিলিস্তিনির, যাদের না আছে নিরাপত্তা সুরক্ষা, না আছে কোন অধিকার।

অনেকেই মনে করেন, ফিলিস্তিনি এই ভূখণ্ডে এটা ইসরায়েলি দখলদারির চরম নিদর্শন। ঐতিহাসিক এই শহর কেন্দ্রের রাস্তায় চোখে পড়ে বেসামরিক মানুষের অনেক বসতবাড়ি আর দোকানপাটের দরজায় কুলুপ আঁটা সামরিক বেড়া, দেয়াল আর নজরদারি টাওয়ার দিয়ে সেগুলো ঘেরা। একসময় ফিলিস্তিনিদের প্রাণচাঞ্চল্যে ভরা এই এলাকায় এখন শুধু অনুমতি সাপেক্ষে ঢুকতে পারেন বাসিন্দারা।

ইসরায়েলি সেনাবাহিনীর যুক্তি এলাকাটিকে নিষ্কলুষ রাখতে নিরাপত্তার প্রয়োজনেই এই ব্যবস্থা। হেব্রন ইসরায়েলি কট্টর দক্ষিণপন্থীদের মূল রাজনৈতিক ঘাঁটি। সেখানে যেসব ইসরায়েলি বসতি নির্মাণ করে আছেন, তারা বেন গ্যভির এবং আরেকজন উগ্র জাতীয়তাবাদী রাজনীতিক বেজালেল স্মটরিচের যৌথ নেতৃত্বাধীন জোটের প্রতি নির্বাচনে ব্যাপক সমর্থন দিয়েছে।

স্মটরিচকে পশ্চিম তীরে ইসরায়েলের অর্থ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে এবং সেখানে ফিলিস্তিনিদের দৈনন্দিন আর্থিক বিষয়গুলো তিনিই দেখভাল করবেন। ইসরায়েলের শান্তিকামী অধিকারকর্মীরা পশ্চিম তীরে কয়েক সপ্তাহ ধরে চলা ক্রমবর্ধমান সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সেখানে যান।

নির্বাচনের পরের কয়েক সপ্তাহে সেখানে তরুণ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের বাড়িঘরের ওপর হামলা চালিয়েছে। এমনকি ফিলিস্তিনি বাসিন্দাদের সমর্থনে সেখানে সফররত একজন বামপন্থী ইসরায়েলি অধিকার কর্মীকে মারধর করেছে একজন ইসরায়েলি সেনা। একজন সেনাকে দেখা যায় এক ভিডিও বার্তায় বেন গ্যভিরের প্রশংসা করে বলছেন, তিনিই এই এলাকাকে ঠাণ্ডা রাখার উপযুক্ত ব্যক্তি।

ওই এলাকায় জাতিসংঘের দূত টর ওয়েনেসল্যান্ড সেখানে সহিংসতার নিন্দা করেছেন। ইসরায়েলের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজও হুঁশিয়ারি দিয়েছেন, বেন গ্যভির দেশে আগুন জ্বালানোর ঝুঁকি তৈরি করছেন।

নির্বাচন পরবর্তী সহিংসতায় যাদের ঘরবাড়ির ওপর হামলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আবু মারখিয়া ও তার প্রতিবেশী ইমাদ আবু শামসিয়েহ। তারা দুই জনেই গত কয়েক বছর ধরে ফিলিস্তিনি একটি মানবাধিকার সংগঠনের হয়ে কাজ করেছেন এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলো নথিবদ্ধ করেছেন।

অনেকেই মনে করছেন সে কারণেই তাদের ওপর এখন ঝুঁকি তৈরি হয়েছে। আবু শামসিয়েহ বলেন, ‘এখানে দাঁড়িয়ে ইহুদি তরুণরা আমাদের দিকে পাগলের মত পাথর ছুঁড়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের অভিশাপ দিয়েছে, বর্ণবাদী মন্তব্য করেছে, বলেছে আরবরা মরুক, বলেছে বেরিয়ে যাও এখান থেকে। এসব ঘরবাড়ি আমাদের, আমরা সব কেড়ে নেব।’

আবু মারখিয়া বলেন, ‘বসতিস্থাপনকারীরা বিপুল সংখ্যায় এসেছিল। আমার নিজের জন্য, স্ত্রীর জন্য আর বাচ্চাদের জন্য ভয় করছিল। ইসরায়েলে নির্বাচনের পর, আমাদের ওপর হামলা বেড়েছে এবং হামলা আগের চেয়ে অনেক তীব্র হয়েছে।’

বেন গ্যভিরের প্রশংসা করে ভিডিও তোলা সেনাকে পরে কয়েকদিনের জেল দেয়া হয়েছিল। তবে তার কারাবাস নিয়ে ইসরায়েলে উত্তপ্ত বিতর্ক হয়েছে। জাতীয়তাবাদীরা যুক্তি দিয়েছেন, সামরিক বাহিনীর নেতারা উদারপন্থীদের চাপের কাছে নতি স্বীকার করে দেশের সুরক্ষায় নিবেদিত প্রাণদের শাস্তি দিচ্ছেন।

ইসরায়েলি সমাজের ভেতর বিষয়টি নিয়ে বহুদিনের যে টানাপড়েন রয়েছে অধিকৃত হেব্রনের পরিস্থিতি সেই চাপা আগুনকে আবার উস্কে দিয়েছে। শহরে দেখা গেছে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ আর উত্তেজনা। বসতি নির্মাণের বিরুদ্ধে ইসরায়েলি শান্তিকামীদের আন্দোলন। আবার তাদের বিরুদ্ধে বসতি সমর্থকদের মিছিল সমাবেশ।

ইশাই ফ্লেইশার বসতি নির্মাণকারীদের অধিকারের পক্ষে। তিনি নিজেকে পরিচয় দেন হেব্রনের ইহুদীদের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে। হেব্রন সফরে যাওয়া ইসরায়েলের শান্তিকামী কর্মীদের বিরুদ্ধে তার সমর্থকদের স্লোগান ছিল, ‘তারা বিশ্বাসঘাতক’।

ইশাই ফ্লেইশার বলেন, ‘এই ছোট ভূখণ্ডটা আমাদের। উত্তরাধিকার পরম্পরায় এই ভূখণ্ড আমাদের। এর ওপর অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ থাকা উচিত। কারণ এই ভূখণ্ড আমাদেরই।’

অধিকৃত পশ্চিম তীরে থাকেন প্রায় ৩০ লক্ষ ফিলিস্তিনি। ইহুদীদের বসতি এলাকায় বাস করেন প্রায় পাঁচ লাখ ইসরায়েলি। ইহুদী বসতিতে বসবাসকারী সবাই আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত, যদিও ইসরায়েল তা মানে না।

ইসা আমরো সুপরিচিত ফিলিস্তিনি আন্দোলনকর্মী ও বসতি বিরোধী তরুণদের আন্দোলন গোষ্ঠী ইয়ুথ এগেনস্ট সেটেলমেন্টসের প্রতিষ্ঠাতা। তিনি ইসরায়েলি বাহিনী এবং প্যালেস্টিনিয়ান অথরিটি উভয়েরই প্রকাশ্য সমালোচক। দুই পক্ষের হাতেই তিনি বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন তাকে মানবাধিকার রক্ষাকর্তা বলে মনে করে এবং বারবার তাকে গ্রেপ্তার করার নিন্দা তারা করেছে। যেসব ইসরায়েলি অধিকারকর্মী শান্তির পক্ষে, তাদের হেব্রন সফরের সময় আমরো বিভিন্ন সমাবেশে বক্তৃতা দিয়েছেন।

কিন্তু এর ফলে তিনি এখন ঘরছাড়া বলে জানালেন। বিবিসি যখন তার সাক্ষাৎকার নিচ্ছে, তখন সাদা পোশাকে চারজন ইসরায়েলি পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। এদের মধ্যে একজন পুলিশ অফিসারকে তারা আগে দেখেছিল। তিনি ইসা আমরোকে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে তাকে তল্লাশি করলেন। তারপর বললেন, ‘ন্যায়বিচারে বাধা দেয়ার জন্য’ তাকে আটক করা হলো।

বিবিসির জন্য যখন ছবি তুলার সময় যেসব ইসরায়েলি আন্দোলনকর্মী, বা ঘরবাড়িতে হামলা হওয়া যেসব ফিলিস্তিনি পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন, তাদের মতই আমরোও বলছিলেন নভেম্বরের নির্বাচনের পর থেকে বসতি সমর্থকদের ক্ষমতার দাপট অনেক বেড়ে গেছে। কিন্তু মাত্র ওইটুকুই তিনি বলতে পেরেছিলেন। কারণ সাক্ষাৎকারের মাঝ পথে তাকে ধরে  নিয়ে যাওয়া হয়, যাতে কিছুদিনের জন্য তার মুখ বন্ধ থাকে। সুত্রঃ বিবিসি

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Visits Today: 11035
  • Total Visits: 1320152
  • Total Visitors: 4
  • Total Countries: 1668

আজকের বাংলা তারিখ

  • আজ মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ ইং
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, রাত ৮:১৬

Archives

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
15161718192021
293031    
       
  12345
2728     
       
     12
3456789
10111213141516
17181920212223
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       

https://youtu.be/dhqhRb9y018