অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক ইস্পাহান শহরে সাম্প্রতিক ব্যর্থ ড্রোন হামলায় জড়িত মূল হোতাদের আটক করার খবর দিয়েছে এদেশের নিরাপত্তা বাহিনী। ইহুদিবাদী ইসরাইলের ভাড়াটে গুপ্তচররা ওই হামলা চালানোর চেষ্টা করেছিল।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শিল্প কেন্দ্রে গত ২৮ জানুয়ারি চালানো ব্যর্থ হামলায় জড়িত মূল হোতাদের শনাক্ত ও আটক করা হয়েছে।” বিবৃতিতে আরো বলা হয়েছে, “এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের ভাড়াটে গুপ্তচরদের জড়িত থাকার বিষয় প্রমাণিত হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ওই দখলদার শক্তি সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ হামলার সম্মুখীন হয়েছে তার বেপরোয়া জবাব দিতে তারা ইস্পাহানে হামলা চালানোর চেষ্টা করেছিল। এতে আরো বলা হয়, ইরানে অনুপ্রবেশ করে যেকোনো নাশকতামূলক তৎপরতা চালানোর প্রচেষ্টার কঠোর জবাব দেয়া হবে। বিশেষ করে ইসরাইলকে এমন শিক্ষা দেয়া হবে যা তার বহুদিন মনে থাকবে।
এর আগে গত ২৯ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃবিতে জানায়, ইস্পাহানের একটি সমারিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়ে, শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়। ওই ব্যর্থ হামলাটি ইহুদিবাদী ইসরাইল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে, “ইসরাইল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।”#
Leave a Reply