অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে উড়তে থাকা অষ্টাভুজাকৃতির একটি বস্তু গুলি করে ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে চলতি মাসে উত্তর আমেরিকার আকাশে চতুর্থ রহস্যময় বস্তু ভূপাতিত করলো দেশটি। সবগুলো যুদ্ধবিমান দ্বারা ধ্বংস করা হয়।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, ওই বস্তুটিকে দ্রুত এবং নিরাপদে সরিয়ে নেওয়ায় আমি খুবই খুশি। ওই বস্তুটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, বস্তুটি যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক স্থাপনার কাছ দিয়ে উড়ে যায়। এটি বেসামরিক বিমান চলাচলের জন্যও হুমকি সৃষ্টি করে।
চলতি মাসে যুদ্ধবিমান দ্বারা ভূপাতিত করা চুতর্থ বস্তু এটি। গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনার উপকূলে উড়তে থাকা একটি বেলুন গুলি করে ধ্বংস করা হয়। পেন্টাগন চীনের গোয়েন্দা বেলুন বলে দাবি। কিন্তু অস্বীকার করে চীন জানায়, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত ছিল। পথ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে।
যুক্তরাষ্ট্রের আকাশসীমানার দায়িত্বে থাকা জেনারেল গ্লেন ভ্যানহার্ক সাংবাদিকদের বলেন, আগের তিনটি বস্তুত কী, কতটুকু উঁচুতে ছিল বা কোথা থেকে আসছে তা সামরিক বাহিনী শনাক্ত করতে পারেনি। তবে চীনের বেলুন পাওয়ার পর থেকে আমাদের র্যাডার আরও ভালোভাবে পর্যবেক্ষণের কাজ করছে।
নাম প্রকাশ অনিচ্ছুক একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সামরিক বাহিনী কোনও প্রমাণ দেখেনি যে শনাক্ত বস্তুগুলো এলিয়েন। ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে বিশেষজ্ঞরা। সূত্র: দ্য গার্ডিয়ান
Leave a Reply