অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের পাশে থাকার অঙ্গীকারের মধ্যদিয়ে ঐতিহাসিক কাশ্মীর সংহতি দিবস পালন করেছে পাকিস্তান। এ উপলক্ষে দেশটির বিভিন্ন শহরের রাজপথে গতকাল (রোববার) পাকিস্তানের জনগণ সংহতি মিছিল বের করে এবং তারা জম্মু-কাশ্মীরে ভারতের দখলদারিত্বের অবসানের আহবান জানায়।
কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি এবং লাহোরের মতো গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম ও সম্মেলনের আয়োজন করা হয় যাতে পাকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং আইনপ্রণেতারা অংশ নেন।
প্রতি বছরের ৫ ফেব্রুয়ারি পাকিস্তান কাশ্মীর সংহতি দিবস পালন করে। এদিন পাকিস্তানের জনগণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানায় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে মিছিল এবং বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে অংশ নিয়ে পাকিস্তানের লোকজন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া গণভোট আয়োজনের দাবি জানায় যার মাধ্যমে কাশ্মীরের জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ পাবে। এছাড়া, জম্মু-কাশ্মীরে যে সংঘাত-সহিংসতা এবং রক্তপাত চলে আসছে তাও বন্ধের দাবি জানায় তারা।
কাশ্মীর হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চল যা ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই ভাগে বিভক্ত। তবে দুই দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে আসছে। এই কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। তবে ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।
Leave a Reply