অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় খাবার না দেওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে মিঠামইন উপজেলার গোবিন্দপুর বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইন্দ্রজিৎ দাসকে (৪৫) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত হরলাল দাসের স্ত্রী মনমোহনী দাস (৭০) কৃষি শ্রমিকের কাজ করতেন। ছেলে ইন্দ্রজিৎ বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে পাশের গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। মাঝে মধ্যে তিনি মায়ের বাড়িতে আসেন।
শনিবার সকালে কাজে বের হওয়ার সময় মায়ের কাছে খাবার চান ইন্দ্রজিৎ। কিন্তু মা জানান, ঘরে নাস্তা তৈরি হয়নি। তিনি কাজে বের হবেন এবং বাইরে খেয়ে নেবেন। খাবার না দেওয়ায় মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইন্দ্রজিৎ। একপর্যায়ে মায়ের ওপর চড়াও হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইন্দ্রজিৎ কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি কাজকর্ম করতেন না। এ নিয়ে স্ত্রী ও মায়ের সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো। ভাত খেতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি মাকে হত্যা করার কথা স্বীকার করেছেন।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Leave a Reply