অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামে দিনে-দুপুরে এক তরুণীর ছিনতাই হওয়া ১ লাখ টাকা উদ্ধারসহ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগের দিন দুপুরে ধরলা ব্রিজ থেকে ওই তরুণী রিকশাযোগে শহরের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধরলা ব্রিজ থেকে রিকশাযোগে শহরের যাওয়া পথে সাদ্দির মোড় এলাকায় কিছু ছিনতাইকারী মৌমিতা আক্তার সাথী নামের ওই তরুণীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ বিষয়টি সম্পর্কে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
ওই দিন সন্ধ্যায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত মূলহোতা কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশনপাড়া এলাকার ইমদাদুল ইসলাম ইমনকে গ্রেফতার করে সদর থানার একটি চৌকস টিম। এ সময়ে তার কাছ থেকে ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ ও এক লাখ টাকা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামি ইমদাদুল ইসলাম ইমনের বিরুদ্ধে পূর্বের দ্রুত বিচার আইন ও মাদকের ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত যেই থাকুকনা কেনো কেউই পাড় পাবেনা।
কুড়িগ্রাম জেলায় অপরাধ নির্মূলে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply