অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মহানগর বিএনপির সদস্য সচিবসহ ৬৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
পুলিশের দায়ের করা নাশকতা ও সহিংসতার তিন মামলায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিবসহ ৬৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারি) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
বিএনপি নেতাকর্মীদের আইনজীবী তৌহিদুর রহমান তুষার বলেন, ‘নাশকতার তিন মামলায় খুলনা বিএনপির ৬৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৬৬ নেতাকর্মী।’
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল এবং বিএনপি নেতাকর্মীকে হয়রানি করতে খুলনার প্রতিটি থানায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা সহিংসতার অভিযোগে মামলা করে পুলিশ। এসব মামলায় অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। কেউ কেউ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছেন। আজ তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।’
তিন মামলায় অন্য যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, মহানগর বিএনপির সদস্য গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, কাজী শফিকুল ইসলাম, মাসুদ খান বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ, সদস্য সচিব মো. তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল সদর থানার আহ্বায়ক খায়রুজ্জামান সজীব, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, বিএনপি নেতা জালু মিয়া, ফারুক আহমেদ, জামাল উদ্দিন মোড়ল, শহিদ খান, যুবদল নেতা নাসিম আহমেদ ও মাহমুদ হাসাস বিপ্লব প্রমুখ।
শুনানিকালে আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জুর আহমেদ, গাজী আব্দুল বারী, এস আর ফারুক, মাসুদ হোসেন রনি, মোমরেজুল ইসলাম, আখতার জাহান রুকু, মশিউর রহমান নান্নু, তৌহিদুর রহমান চৌধুরী তুষার।
পুলিশের দাবি, নাশকতা ও সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে খুলনা সদর, সোনাডাঙ্গা এবং লবণচরা থানায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
Leave a Reply