অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্যা নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে একটি বৃহৎ কৃষি নিষ্কাশন প্রকল্প চালু করেছে। প্রকল্পটি এই অঞ্চলে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে।
আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা গতকাল (শনিবার) এক প্রতিবেদনে বলেছে, গোলেস্তান প্রদেশে নিষ্কাশন মেগাপ্রকল্পটি পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বড়।
এতে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নির্মাণ ইউনিট কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী গোলেস্তান প্রদেশে প্রায় ৯০ হাজার হেক্টর কৃষি জমিতে প্রকল্পটি পরিচালনা করবে। গোলেস্তান প্রদেশের উর্বর মাটি কৃষিবান্ধব বলে পরিচিত।
ইসনার রিপোর্টে বলা হয়েছে, প্রকল্পটি বন্যা নিয়ন্ত্রণ প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। প্রায় পাঁচ বছর আগে আকস্মিক বন্যার ফলে প্রদেশের কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই প্রকল্প বাস্তবায়ন করা হলো। ওই বন্যায় অনেক মানুষ মারা যায়।
প্রকল্পের পরিচালক মোহাম্মদ রোস্তামি জানিয়েছেন, গত পাঁচ বছরে গোলেস্তান প্রদেশের ৮০ হাজার হেক্টর কৃষি জমি এরইমধ্যে নিষ্কাশনের আওতায় আনা হয়েছে।
Leave a Reply