অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘরের সন্তান মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত পাবনাবাসী। জেলায় তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি হিসেবে তিনি মনোনয়ন পাওয়ার পর থেকেই পাবনার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। সোমবার মো. সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নতুন রাষ্ট্রপতি প্রসঙ্গে পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান জানান, পাবনায় থাকাকালে প্রেস ক্লাবেই বেশি সময় কাটাতেন মো. শাহাবুদ্দিন। ১৯৭৪ সালে তিনি বাংলার বাণী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ সালে পাবনা প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন। এখন তিনি আজীবন সদস্য।
পাবনা প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন প্রেস ক্লাবের সভাপতি বলেন, ‘জনাব সাহাবুদ্দিন যেদিন প্রেস ক্লাবে আসেন, তার সান্নিধ্য পেতে সেদিন সবাই ছুটে আসেন। এমন মানুষের মনোনয়ন পাওয়ার সংবাদে আমরা আনন্দে অশ্রুসিক্ত হয়েছি।’
নতুন রাষ্ট্রপতির প্রতিবেশী স্থানীয় পত্রিকা ‘দৈনিক বিবৃতি’র সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন বলেন, ‘জনাব সাহাবুদ্দিন একজন ক্লিন ইমেজের মানুষ। তার প্রতি ক্ষোভ আছে এমন কাউকে দেখিনি।’
পাবনার রাধানগর মজুমদার (আরএম) অ্যাকাডেমিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়ে সেখান থেকেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন সাহাবুদ্দিন। প্রতিষ্ঠানটির বয়োজ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জব্বার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার স্কুল থেকে অনেক গুণী ছাত্র বের হয়েছে, কিন্তু এত বড় পর্যায়ের কেউই নেই। আমি তার জন্য প্রাণভরা দোয়া করি– আল্লাহ যেন তাকে সুস্থতার সঙ্গে দীর্ঘজীবন দান করেন। দেশ ও মানুষের কল্যাণে তিনি যেন কাজ করতে পারেন।’
১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন মো. সাহাবুদ্দিন। এ জন্য আনন্দ প্রকাশ করে বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, ‘পাবনার মানুষের জন্য এত ভালো সংবাদ আর নেই। জনাব সাহাবুদ্দিন সবসময়ই মানুষের জন্য ভেবেছেন, কল্যাণকর কাজ করেছেন।’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক থেকে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন।
বর্তমান পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘জনাব সাহাবুদ্দিন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আজ রাষ্ট্রপতি। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান কদর বলেন, ‘সাহাবুদ্দিন সাহেব একজন ভালো মানুষ। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পাবনার দলমত নির্বিশেষে সবাই উচ্ছ্বসিত। মাননীয় প্রধানমন্ত্রীকে পাবনা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
মো. সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে পাবনা শহরের শিবরামপুর জুবলিট্যাঙ্ক পাড়ায়। তার বেড়ে ওঠা পাবনা শহরেই। পাবনার অলিতে-গলিতে সবখানে ঘরের সন্তান রাষ্ট্রপতি হওয়ায় চলছে আলোচনা।
Leave a Reply