October 11, 2025, 5:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক ট্রেন দুই নামে চলবে দিনে ৪ বার

 বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ঈদ স্পেশাল ট্রেনটি সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে চলাচল করবে। একই ট্রেন এই দুই নামে দিনে দুবার আপ-ডাউন করবে।

বর্তমানে ট্রেনটি “ঈদ স্পেশাল ৯” নামে চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ১০টা ২০ মিনিটের দিকে কক্সবাজার পৌঁছে। আবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে “ঈদ স্পেশাল ১০” নামে কক্সবাজার থেকে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছায় রাত ১০ টার দিকে।

১ ফেব্রুয়ারি থেকে এই ট্রেনটিই সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২১) নামে চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছবে। তারপর কক্সবাজার থেকে আবার প্রবাল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২২) নামে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামে আসার পর আবার একই নামে (ট্রেন নম্বর ৮২৩) ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছবে সন্ধ্যা ৭টায়। সেখানে পৌঁছে ট্রেনটি ফের সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২৪) নামে রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম এসে পৌঁছবে।

যাত্রা পথে সৈকত এক্সপ্রেস বিরতি দেবে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু স্টেশনে। আর প্রবাল এক্সপ্রেস বিরতি দিবে ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

এখন ঈদ স্পেশাল প্রতিদিন চলাচল করলেও নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

সোমবার (২০ জানুয়ারি) ১ ফেব্রুয়ারি থেকে এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান  বলেন, বর্তমানে যে ট্রেনটি একবার আপডাউন করে সেই একই ট্রেন একই রেকে ১ তারিখ থেকে দুইবার আপডাউন করবে। পুরোনো কোচ দিয়ে নতুন নামের ট্রেন চালানোর বিষয়টিও স্বীকার করে কোচ এবং ইঞ্জিন সংকটের কথা জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page