অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি নিয়ে বিরোধে ওহাব মোল্লা (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলায় তার ছোট ভাই ইমারত মোল্লা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বারেক মোল্লার দুই ছেলে ওহাব মোল্লা ও ইমারত মোল্লার সঙ্গে প্রতিবেশী আইয়ুব আলী মোল্লা, বক্কার মোল্লা ও মাসুদ মোল্লার বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বুধবার সকালে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে ওহাব মোল্লাকে ঘটনাস্থলেই হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এসময় তার ছোট ভাই গুরুতর আহত হন।
চরহরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এম ওবায়দুল বারি দীপু বলেন, পূর্ব চরশালিপুর মাঠের জমি নিয়ে ওহাব মোল্লা ও ইমারত মোল্লার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে বুধবার সকাল থেকে ওহাব মোল্লা ও ইমারত মোল্লা সরিষা কাটছিলেন। খবর পেয়ে প্রতিবেশী তিন ভাই আইয়ুব আলী মোল্লা, বক্কার মোল্লা ও মাসুদ মোল্লা এবং তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলে ওহাব মোল্লা নিহত হন। ছোট ভাই ইমারত মোল্লাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply