এম এ কবীর, ঝিনাইদহ : প্রাথমিকের ন্যায় জাতীয়করণসহ ৭ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা নাসরিন বেগম, জেলা শাখার সাধারণ সম্পাদক জামির হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাইফুর রহমান, শিক্ষক নেতা কামরুজ্জামান লিটন, সুমাইয়া বেগম, ইমদাদুল হক, সাহিদা খাতুন, ওয়াক্কাস আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার্থীদের উপ-বৃত্তি, পিটিআই ট্রেনিংসহ ৭ দফা দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply