জাফিরুল ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে গণপরিবহন থেকে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খান। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলায়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক হোসাইন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচলকারী যানবাহন থেকে শ্রমিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি চলছে এমন খবর আসতে থাকে র্যাবের কাছে। সে খবরের ভিত্তিতে তালেশ্বর এলাকায় চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ১৬০ টাকা ও রশিদ বই জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply