স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আওয়ামীলীগ নেতা ফারজেল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
পরে এলাকার ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসুচির আওতায় উপকার ভোগীদের মাঝে ভিডব্লিউবির কার্ড ও খাদ্যশস্য বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শফিকুল আজম খান চঞ্চল।
Leave a Reply