স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বেশ আগেভাগেই নৌকা প্রতীকে ভোট চাওয়া শুরু করে দিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
আজ ২৩ ফেব্রুযারী বৃস্পতিবার বিকালে মহেশপুরের নাটিমা ইউনিয়নের মান্দারতলা বাজারের দোকানে দোকানে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চাইলেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাবেক ব্যাংকার হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য প্রভাষক এম এ আসাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, শ্রমিকলীগের মীর সাহেব আলী, উপজেলা আনোয়ার জাহিদ শান্তি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজী, সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply