স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বরি মুক্তিযোদ্ধা আবু তালেব, বরি মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান লুথান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক, বাশবাড়ীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খান, মহেশপুর থানার ওসি তদন্ত মোঃ সাজ্জাদুর রহমার, ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ ইব্রাহিম, বিজিবি প্রতিনিধি মোঃ সিদ্দিক, গ্রাম আদালতের প্রতিনিধি, সাংবাদিক আব্দুস সেলিম প্রমুখ।
সভায় ফেব্রুয়ারী মাসের আইন-শৃঙ্খলা কমিটির রেজুলেশন পাঠপূর্বক মার্চ মাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্কলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মটরসাইকেল নিয়ে যাতে স্কুল-কলেজে না আসতে পারে তা উপর এবং মটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মরিনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত তুলে ধরে সার্বিক বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাম্মৎ উম্মে সালমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মৃধা, কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।