জাফিরুল ইসলাম : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহলে রাত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। সেসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।
পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি, বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি, শোভাযাত্রা সহকারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে হাজির হয়।
মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরীর আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়। প্রভাতভেরী সেখান থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।এদিকে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত এবং কালোপতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।
ঝিনাইদহে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
জাফিরুল ইসলাম : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। রাত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। সেসময় জেলা প্রশাসক প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি, বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি, শোভাযাত্রা সহকারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে হাজির হয়।
ঝিনাইদহে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাফিরুল ইসলাম : ঝিনাইদহে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের প্রিয়া সিনেমা হলের দ্বিতীয় তলায় জেলা প্রাক্তন সেনা কল্যাণ সমিতির আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর (অবঃ) মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার রজব আলী, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনির।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথমে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে লেকচার টেবিল প্রদান করেন প্রধান অতিথি মেজর (অবঃ) মাহফুজুর রহমান। এছাড়াও তিনি দেশ ও জাতির কল্যাণে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির অগ্রণী ভুমিকা পালন করাই তাদের ভূয়সী প্রশংসা করেন।
জাফিরুল ইসলাম : শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বলেন, আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিত ভাবেই আগে থেকে লাঠি সোটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে আহত করে। একটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
এদিকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শ্রদ্ধা জানানো শেষে কলেজের বাইরে গেলে ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়ে। এ সময় আমাদের নেতাকর্মীরা ঘুরে গিয়ে প্রতিহত করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। তারা আমাদের ভয় দেখাতে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঝিনাইদহের ইউকে ইংলিশ স্কুলের আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
জাফিরুল ইসলাম : নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ঝিনাইদহের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইউকে ইংলিশ স্কুল। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা অংশ নেয়। র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেসময় বিদ্যালয়ের পরিচালক মাজেদ রেজা বাঁধন, শিক্ষক সাদ্দাম হোসেন সোহাগ, ইমতিয়াজ হোসেন অর্ণব, কান্তা ইসলাম, শিল্পী নাহার, জুলিয়া ইসলাম, আখের আলী, শিক্ষার্থী সাইয়্যান আবরার সাদিদ, আলভী, শীতল, ফাতেহা, সাজিন, নিহাদ, জেরিন, সাদ, স্বপ্নীল, সিমি, রঞ্জু, রতন, আদিদ, তানজীম, রাকসান, আস্থাসহ অন্যান্যরা। সেসময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিনসালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে।
ঝিনাইদহে জেলা জাতীয় পার্টির শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাফিরুল ইসলাম : ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর (অবঃ) মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস খান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply