ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখল করার অভিযোগ উঠেছে এক ভুমিদস্যুর বিরুদ্ধে। অভিযোগে জানাযায়,সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নের মৃত শুকুর আলী মালিতার ছেলে আজিজুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া পোড়াহাটি গ্রামের ১৮২ মৌজায় ৮১ শতক জমিতে বিভিন্ন ফসল আবাদ করে ভোগদখল করছিলেন।এমতবস্থায় একই গ্রামের ভুমিদস্যু নামে খ্যাত আব্দুর রাজ্জাক কসাই তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে রাতের আধারে বালি দিয়ে ভরাট করে রোপণ কৃত ধান নষ্ট করে জমি দাখলের চেষ্টা করছে।এজন্য তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ভুমিদস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ঘটনায় ভুক্তভোগী আজিজুর রহমান বাদি হয়ে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির জন্য আবেদন করে।আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে নির্দেশ প্রদান করে। এব্যাপারে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন,তিনি একই এলাকার রইচ মোল্লার কাছ থেকে দলিল মুলে জমি কিনে দখলের চেষ্টা করছেন।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঐ জমিতে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন। আমি সেটা বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে নোটিশ দিয়েছি।কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply