ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে কৃষক কল্যাণ ভার্মিকম্পোষ্ট (কেঁচো সার) ও জৈব সার উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর গ্রামে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত গ্রীন চাষী ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার,সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজিত জোয়ার্দার ও সমর কুমার মিত্র।এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক আসাদুজ্জামান খান লাবু, সাইফুল ইসলাম সেন্টু ও জলিল মিয়া।বক্তারা কৃষিতে জৈব সার বেশি বেশি ব্যবহার করার আহ্বান জানান।
Leave a Reply