জাফিরুল ইসলাম : উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে কাহিল হয়ে পড়েছে ঝিনাইদহের মানুষ। ঝিনাইদহ শহরের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ।
পড়ন্ত বিকেলে জেলার ডাকবাংলা ত্রিমনি বটতলা মোড়ে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শেখ মোহাম্মদ সোহেল রানা, ওসি ঝিনাইদহ সদর থানা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, চেয়ারম্যান এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ঝিনাইদহ শাখা, মোজাম মিয়া, চেয়ারম্যান ৩নং সাগেন্না ইউনিয়ন পরিষদ, মহি উদ্দিন খান, জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল প্রেস সোসাইটি, ঝিনাইদহ শাখা, আক্তার হোসেন ভান্ডারী ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল প্রেস সোসাইটি, ঝিনাইদহ সদর থানা, মতিউর রহমান (মতি) জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল প্রেস সোসাইটি ঝিনাইদহ সদর থানা, ফিরোজ আলী বিশ্বাস, আহবায়ক বঙ্গবন্ধু সৈনিকলীগ ঝিনাইদহ সদর শাখা।
সংস্থাটির দাবি এনপিএস ঝিনাইদহের বিভিন্ন উপজেলার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
Leave a Reply