অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুর্কি উদ্ধারকারীরা ভয়াবহ ভূমিকম্পের বিশাল ধ্বংসস্তূপ থেকে প্রায় ১১ দিন পর ১৪ বছর বয়সী বালকসহ দুই পুরুষকে জীবিতদ উদ্ধার করেছে। উদ্ধারের খবরটি তুর্কি স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা টুইটারে বলেছেন, তুরস্কের দক্ষিণ-পূর্ব ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর ওসমান (১৪)কে উদ্ধার করা হয়েছে।
তিনি একটি স্ট্রেচারে চোখ খোলা রেখে কিশোরের একটি ছবি তুলে সেটি শেয়ার করেছেন এবং বলেছেন ওসমানকে ভূমিকম্প-বিধ্বস্ত হাতায় প্রদেশের আন্তাকিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে শব্দ শুনে উদ্ধারকারীরা ওসমানকে খুঁজে পেয়েছেন। এক ঘন্টা পরে, অন্যত্র উদ্ধারকারীরা আন্তাক্যাতে ২৬ এবং ৩৩ বছর বয়সী দুই ব্যক্তিকে বাঁচিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে চিকিত্সা নেওয়া পুরুষদের ছবিও শেয়ার করেছেন স্বাস্থ্য মন্ত্রী।
ডিএইচএ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই ব্যক্তিদের নাম মেহমেত আলি সাকিরোগলু (২৬) এবং মুস্তাফা আভিসি (৩৩) এবং বলেছে যে তাদের একই ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি ভালো আছি, কোন সমস্যা নেই।’
ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়ায় নিহদের সংখ্যা প্রায় ৪৪ হাজারে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার এবং লক্ষ লক্ষ মানুষ হিমাঙ্কের তাপমাত্রায় আশ্রয়হীন হয়ে পড়েছে। তুরস্কের ১১টি প্রদেশে এই কম্পন আঘাত হেনেছে। তুর্কি কর্মকর্তারা বলেছেন তিনটি প্রদেশ, আদানা, কিলিস এবং সানলিউরফায় উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।
Leave a Reply