অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি কেনার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুসন্ধান করতে বলা হয়েছে।
অনুসন্ধান শেষে একমাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে।
পাশাপাশি অর্থপাচার করে দুবাইয়ে বাড়ি কেনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এর আগে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির বাড়ি বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবির নন্দি দাস। একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে এ রিট করা হয়।
দুবাইয়ের ভূমি বিভাগের তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, করোনায় দুবাইয়ে বাংলাদেশি ধনীরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এদিক থেকে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদের পেছনে ফেলেছেন বাংলাদেশিরা।
Leave a Reply