অনলাই সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। দেশটির সাধারণ মানুষ ভোগ করছেন নিদারুণ কষ্ট। এত কিছু সত্ত্বেও দুর্নীতিতে জড়িয়েছেন ইউক্রেনের এক উপমন্ত্রী।
যাকে দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বহিষ্কারও করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার (২২ জানুয়ারি) রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলেনস্কি।
তিনি জানিয়েছেন, কোনো দুর্নীতি সহ্য করা হবে না। এছাড়া দুর্নীতি প্রতিরোধে সামনে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি এটি পরিষ্কার করতে চাই: আগে কি হতো সেটি কখনোই ফিরবে না, যেটি সরকারি সংস্থার কাছের লোকরা করতেন এবং যারা ক্ষমতার আসনের জন্য সারাজীবন ব্যয় করেছেন।’
এরপর তিনি জানান, ঘুষ নেওয়ার অভিযোগে এক উপমন্ত্রীকে বহিষ্কার করেছেন তিনি।
জেলেনস্কি ওই মন্ত্রীর নাম প্রকাশ না করলেও, বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপমন্ত্রী ভাসাল লোজিনস্কি ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
এদিকে ইউক্রেনের রাজনীতিবিদদের দুর্নীতিতে জড়ানোর বিষয়টি নতুন নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে ১৮০টি দেশের মধ্যে ১২২তম স্থানে রয়েছে ইউক্রেন। সূত্র: দ্য গার্ডিয়ান
Leave a Reply