অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে সাম্প্রতিক হামলার জের ধরে যেকোনো আবেগতাড়িত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে বাকুকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ আলেজিয়ার রাজধানী আলজিয়ার্সে ওআইসির পার্লামেন্টারি ইউনিয়নের ১৭তম সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
গত শুক্রবার সকালে এক ব্যক্তি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের সাহায্যে গুলি চালালে দূতাবাসের নিরাপত্তা বিভাগের প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হন। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক। পরে হামলাকারী ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তেহরান পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন রাহিমি জানান, হামলাকারী ব্যক্তি একজন ইরানি নাগরিক এবং তিনি আজরবাইজানের এক নারীকে বিয়ে করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এ জঘন্য কাজ করেছেন। তবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের কূটনৈতিক মিশনে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন এবং তেহরান দূতাবাস থেকে তার দেশের সব স্টাফকে বাকুতে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
এ সম্পর্কে বাকের কলিবফ সোমবার আলজিয়ার্স সম্মেলনে বলেন, ঘটনাটিকে তেহরান-বাকু সুসম্পর্ককে নষ্ট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক হবে না। হামলাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এ সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তদন্তের ফলাফল আজারবাইজান সরকারকে অবহিত করা হবে।
Leave a Reply