অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের সম্পর্ক নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার বৈধতা ও গ্রহণযোগ্যতা নেই। কানয়ানি বলেন, সিউলের কাছ থেকে এই অবৈধ বক্তব্যের ব্যাখ্যা প্রত্যাশা করে তেহরান।
সম্প্রতি পারস্য উপসাগরীয় দেশটি সফরের সময় সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন কোরীয় সেনাদের উদ্দেশ্য দেয়া বক্তৃতায় ইয়ুন সুক বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া যেমন হুমকির মুখে রয়েছে তেমনি ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিনি তার ভাষায় বলেন, ইরান হচ্ছে আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি।
এই বক্তব্যের জবাবে কানয়ানি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে পরিষ্কার হয় যে, পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কতটা ঐতিহাসিক ও হৃদ্যতাপূর্ণ সে সম্পর্কে তিনি সম্পূর্ণ অসচেতন। এছাড়া, ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সম্পর্কের বিষয়ে দ্রুতগতিতে যে সমস্ত ইতিবাচক ঘটনা ঘটছে সে সম্পর্কেও তার জ্ঞানের ঘাটতি রয়েছে।
ইরানি মুখপাত্র আরো বলেন, তেহরান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাম্প্রতিক এই মন্তব্য সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে যার কোন কূটনৈতিক ভিত্তি কিংবা বৈধতা নেই। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে ইরান।
Leave a Reply