অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় ভয়ংকর ৮ গ্রাম ক্রিস্টাল মেথসহ চারজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
এ সময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও দুইজনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা।
আটককৃতরা হলেন, মো. রাসেল মল্লিক (৩২)। তিনি উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে। একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২)। উপজেলার ধুলাস্বার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে থাকেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যার পরে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। আটকের পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গোপন আস্থানা থেকে এই ভয়ংকর আইস যা ইয়াবার থেকেও কয়েকশ গুণ ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি।
তিনি আরও জানান, আমরা যাদেরকে আটক করেছি তারা মূলত প্রধান চক্রকারীদের সহযোগী, আমাদের এই অভিযানের উদ্দেশে মূলহোতা পর্যন্ত পৌঁছানো। ভয়ঙ্কর এই মাদক প্রথমবারের মতো পাওয়ায় এই এলাকাকে মাদকের অন্যতম ঝুকিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত করে সামাজিকভাবে প্রত্যেক সচেতন মানুষকে সতর্ক থাকারও অনুরোধ জানান।
তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করার পরে আমি তাদেরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করব।