অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকা এবং জার্মানি ইউক্রেনকে উন্নতমানের ভারী ট্যাংক সরবরাহ করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি এই আহ্বান জানান।
গতকাল (বুধবার) এক ভিডিও বক্তৃতায় জার্মানি এবং আমেরিকার প্রেসিডেন্টকে ট্যাংক পাঠানোর জন্য জেলেনস্কি ধন্যবাদ জানান। এর পরপরই তিনি নতুন করে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রের ফিরিস্তি তুলে ধরেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে জিততে হলে ইউক্রেনের হাতে যুদ্ধবিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকা জরুরি।
দীর্ঘদিন ধরে ইউক্রেন তার মিত্র আমেরিকা ও জার্মানির কাছে আব্রামস এবং লেপার্ড-টু ট্যাংক দাবি করে আসছিল। কিন্তু দু দেশই রহস্যজনক কারণে এসব ট্যাংক দেয়া থেকে বিরত থাকে। তবে গতকাল আমেরিকা ও জার্মানি আনুষ্ঠানিকভাবে আব্রামস এবং লেপার্ড ট্যাংক দিতে রাজি হয়েছে। আমেরিকা ও জার্মানির ট্যাংক সরবরাহ করার ঘোষণায় রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই সমস্ত ট্যাংক ধ্বংস করা হবে।
Leave a Reply