অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার ইসলামের বিরুদ্ধে কখনও কিছু করেনি, আর করবেও না। নতুন পাঠ্যক্রমে কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে। তবে এ নিয়ে অপপ্রচার চলছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃতী শিক্ষার্থীদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘বইয়ে যা নেই তা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আপনারা গুজবে কান দেবেন না। যা ভুল হয়েছে তা সংশোধন করা হয়েছে। এ জন্য কমিটি কাজ করছে। পাঠ্যবইয়ের ভুল ধরিয়ে দেওয়ার জন্য সবার সহযোগিতা চান তিনি।
ডা. দীপু মনি বলেন, ‘অপপ্রচার করা হচ্ছে, বইতে আমরা সমকামিতাকে প্রতিষ্ঠা করছি, পর্দাকে হেয় করছি, হিন্দুত্ববাদ কায়েম করতে ইসলামিক ইতিহাসকে হেয় করছি।’
শিক্ষামন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫টি শিক্ষাবর্ষের স্নাতক ও ৬টি শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করেন তিনি। স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।
Leave a Reply