অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের জেরিকো শহরে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গত নয়দিন ধরে যে অবরোধ সৃষ্টি করে রেখেছে তা ভাঙার জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তিনদিনের ‘ক্ষোভ দিবস’ ঘোষণা করেছে।
গতকাল (রোববার) থেকে এই দিবস শুরু হয়েছে এবং হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড ফিলিস্তিনি তরুণদের প্রতি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড বলেছে, রোববার থেকে এই ক্ষোভ দিবস শুরু হয়ে গেছে।
গত নয়দিন ধরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা প্রত্নতাত্ত্বিক জেরিকো শহর এবং এর আশপাশে কঠোর অবরোধ সৃষ্টি করে রেখেছে। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে এবং চেকপয়েন্ট বসিয়ে শহরে আসা-যাওয়া করা সমস্ত মানুষ এবং গাড়ি পরীক্ষা করছে, লোকজনের পরিচয়পত্র দেখছে। এতে লোকজনের গন্তব্যে পৌঁছাতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বেশি দেরি হচ্ছে এবং শহরে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর আগে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে শহরের বহু তরুণ সংঘাতে লিপ্ত হয়। হামাস এসব তরুণের প্রতিরোধমূলক ভূমিকার ভূয়সি প্রশংসা করেছে।
হামাস তাদের বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরের শহর, গ্রাম এবং বিভিন্ন শরণার্থী শিবিরের ফিলিস্তিনি জনগণের মাঝে প্রতিরোধ আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষাকে সামনে রেখে মানুষের মাঝে বিপ্লবী চেতনা জেগে উঠেছে। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি উচ্চারণ করে হামাস আরেক বিবৃতিতে বলেছে, সম্প্রসারণবাদিতা এবং অবৈধ ইহুদি বসতি নির্মাণের মধ্য দিয়ে ইসরাইলিদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।
বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার যে অবৈধভাবে আগ্রাসনমূলক বসতি স্থাপন করে যাচ্ছে তাতে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য যেমন নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে না, তেমনি বর্ণবাদী ইসরাইলি দখলদারিত্বও বৈধ হয়ে যাবে না। ফিলিস্তিনিরা তাদের অধিকৃত মাতৃভূমি উদ্ধারের লড়াই থেকে পিছু হটবে না। অবৈধ বসতি স্থাপনের যে মারাত্মক পরিণতি অপেক্ষা করছে তার দায় নেতানিয়াহু প্রশাসনকে নিতে হবে বলে হামাসের বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।#
Leave a Reply