অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, বাংলাকে ভাতে মারা এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না।
তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুমার পাহাড়, সাগরদীঘিতে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার কাজ করিয়ে একশো দিনের প্রকল্পের টাকা দেয়নি। এটা আইনত সংবিধান বিরুদ্ধ কাজ। গ্রামীণ যে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকাও দিচ্ছে না। গ্রামীণ রাস্তার টাকাও দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার কী দয়া করে টাকাটা দেয়? না। আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। ‘জিএসটি’ খাতে ট্যাক্স তুলে সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়ে। তারপরে রাজ্যের ভাগে যা পড়ে সেটা রাজ্যকে দেওয়া হয়। কেউ যদি মনে করে থাকে এটা বিজেপির নিজেস্ব জমিদারি, নিজেস্ব তহবিল, তাহলে ভুল করছেন। মানুষের টাকা মেরে মানুষকে, ভাতে মেরে, বাংলাকে ভাতে মেরে, বিরোধীদল যেখানে আছে তাদের ভাতে মেরে এ কেন্দ্রীয় রাজত্ব চলবে না। চলবে না, চলবে না- এটা আপনাদের মনে রাখতে হবে।’
মমতা বলেন, ‘যারা একশো দিনের কাজ করে তারা কেন টাকা পাবে না কাজ করার পর? বিজেপি জবাব দাও। সিপিএম জবাব দাও। ‘রাম-বাম-শ্যাম’ এক হয়েছ! একশো দিনের টাকা, বলে আসছে দেবে না, বাংলাকে ভাতে মারো! আরে বাংলাকে ভাতে মারতে গিয়ে তুই আমার মা-বোনেদের ভাতে মারছিস! তুই আমাদের শ্রমিকদের ভাতে মারছিস! তোমরা আমাদের ছাত্র-ছাত্রীদের ভাতে মারছ। আমার কৃষকদের ভাতে মারছ। আমার গরীব মজদুরদের ভাতে মারছ। লজ্জা করে না! ক্ষমতা দেখাচ্ছ? এই ক্ষমতা আজ আছে, কাল নেই, মনে রাখবে। আজকে ক্ষমতায় আছো বলে তুমি হিরো, কাল ক্ষমতায় থাকবে না, তুমি জিরো, বিগ জিরো এটা মনে রাখবে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Leave a Reply