অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সঙ্গে দ্রুত-ট্র্যাকিং বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিপরিষদের একজন মুখপাত্র এ কথা জানান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য চুক্তি নিয়ে চীন এবং থাইল্যান্ডের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা সম্প্রতি ফের শুরু করেছে শ্রীলঙ্কা। পাশাপাশি ভারতের সাথে বিদ্যমান যে চুক্তি রয়েছে তাও সম্প্রসারণের চেষ্টা করছে শ্রীলঙ্কা। এসবের জন্য আলাদা একটি ইন্টারন্যাশনাল ট্রেড অফিস চালু করেছে অর্থনৈতিক সংকটে থাকা দেশটি।
দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুণবর্ধনে বলেন, নতুন বাণিজ্য চুক্তি করা সরকারি নীতির একটি অংশ। শ্রীলঙ্কাকে এই আর্থিক সংকট থেকে বের করে আনতে আমাদের রপ্তানিকারকদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা অপরিহার্য। মন্ত্রিসভার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রিসভার এই মুখপাত্র।
Leave a Reply