অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৬৩ সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) এই তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকার মেকিয়েভকা শহরের একটি অস্থায়ী সেনা শিবিরে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা থেকে সরবরাহ করা ছয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন এই হামলা চালায়।
রাশিয়ার সেনারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে সক্ষম হয়, বাকি চারটি ক্ষেপণাস্ত্র সেনাদের অস্থায়ী ঘাঁটিতে আঘাত হানে। মন্ত্রণালয় বলেছে, নিহত সেনাদের পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতা দেয়া হবে।
এই হামলার কথা প্রথম দোনেস্ক প্রজাতন্ত্রের তথ্যমন্ত্রী ড্যানিল বেযসোনভ জানান। তিনি বলেন, ইউক্রেনের সেনারা একটি ভোকেশনাল স্কুলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেখানে রুশ সেনারা অবস্থান করছিল। তিনি জানান, ঠিক রাত বারোটা এক মিনিটের সময় এই হামলা চালানো হয় যখন রাশিয়ার সেনারা নতুন বছর উদযাপন করছিল।
Leave a Reply