অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আসামে চলছে বাল্য বিবাহ রোধ অভিযান। শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ২০শ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আসাম পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫৮।
আসাম পুলিশ জানায়, সম্প্রতি তাদের কাছে বাল্যবিবাহের অভিযোগে ৪ হাজারের বেশি মামলা দায়ের হয়। যেখানে অভিযুক্ত আট হাজারের বেশি।
সেই সব মামলার ভিত্তিতেই শুক্রবার থেকে এই ধরপাকড় শুরু করে আসাম পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাল্যবিবাহ রোধ আইনে মামলা হয়েছে। এছাড়া ১৪ বছরের কম বয়সে বিহাবের ক্ষেত্রে শিশুদের ওপরে যৌন নির্যাতনরোধ আইনেও মামলা হচ্ছে।
আসামিদের মধ্যে ৫২ জন কাজী এবং পুরোহিত রয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই অভিযান ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে।
বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে অনেক সামাজিক সংগঠন।
রাজ্যের একটি মুসলিম সংগঠন বাল্যবিবাহ রোধে এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে, কিন্তু তারা বলছে শুধু পুলিশ দিয়ে নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে।
অন্যদিকে যেসব পরিবারের পুরুষ বা কমবয়সী ছেলেদের পুলিশ নিয়ে গেছে, সেইসব পরিবারের নারীরা বা কমবয়সী স্ত্রীরা পড়েছেন বিপদে।
Leave a Reply