অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে গত পাঁচ বছরে পুলিশ হেফাজতে ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। সংসদে লিখিত জবাবে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল (বুধবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বলেন, গত পাঁচ বছরে সারা দেশে পুলিশ হেফাজতে মৃত্যুর মোট ৬৬৯টি মামলা নথিভুক্ত হয়েছে। মৃত্যুর এই পরিসংখ্যান ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া তথ্য উদ্ধৃত করে মন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে ওই তথ্য দিয়েছেন।
এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন, ‘মন্ত্রী যেটা বলেছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। কোথাও দেখতে পাবেন না যে পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা মারা গেছেন তাদের পরিবার যদি মামলা করেন ১৫ বছর, ২০ বছর মামলা চলে, অবশেষে সেই মামলা উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। খুব কমই দেখা গেছে যে, পুলিশ সাজা পেয়েছে। ফলে নাগরিক সমাজকে আরও এগিয়ে আসতে হবে। তবে যদি এটাকে প্রতিরোধ করা যায়। মানুষের অধিকার ভীষণভাবে বিপদাপন্ন’ বলেও মন্তব্য করেন ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস।
ছোটন দাস
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০২১-২০২২ সালে পুলিশ হেফাজতে মৃত্যুর মোট ১৭৫টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। ২০২০-২০২১ সালে ১০০টি, ২০১৯-২০২১ সালে ১১২টি, ২০১৮-২০১৯ সালে ১৩৬টি এবং ২০১৭-২০১৮ সালে ১৪৬টি মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।
মন্ত্রী নিত্যানন্দ রাই আরও বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ২০১টি মামলায় ৫ কোটি ৮০ লাখ, ৭৪ হাজার ৯৯৮ টাকার আর্থিক ত্রাণ এবং একটি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছে৷ তিনি অবশ্য স্পষ্ট করেছেন ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল অনুসারে পুলিশ এবং পাবলিক অর্ডার রাজ্যের বিষয়। মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব।
মন্ত্রী নিত্যানন্দ রাই আরও বলেন, কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে পরামর্শ জারি করে এবং মানবাধিকার আইন ১৯৯৩ ও কার্যকর করেছে, যা সরকারি কর্মীদের দ্বারা সংঘটিত কথিত মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন গঠনের নির্দেশ দেয়। যখন জাতীয় মানবাধিকার কমিশন কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পায়, কমিশন মানবাধিকার আইনের অধীনে নির্ধারিত বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন।
Leave a Reply