অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাগরিকের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। জনগনকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হবে।
রবিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা রয়েছে সেভাবেই নির্বাচন হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কিংবা ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিগত ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী ২০২৪ সালের শুরুতে যে নির্বাচন হবে এতে সব দল অংশগ্রহণ করবে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। নতুন বছরে শেখ হাসিনার চ্যালেঞ্জ অসামাপ্ত কাজ শেষ করা।
Leave a Reply