অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে আরও ছয়টি গোপনীয় সরকারি নথি উদ্ধার করা হয়েছে।
বিবিসি জানায়, এই গোপন নথিগুলো বাইডেন সিনেটর থাকাকালীন আর কিছু নথি ভাইস প্রেসিডেন্ট থাকা সময়ের।
এ বিষয়ে আইনজীবী বব বাউয়ার বলেন, এতে ব্যক্তিগতভাবে হাতে লেখা কিছু নোট রয়েছে।
পুরো অভিযানটি চলে প্রায় ১৩ ঘণ্টা ধরে।
এর আগেও, যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই পেন বাইডেন সেন্টার থেকে গোপন নথি উদ্ধার করে।
মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে, অফিস খালি করার সময় বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা নথিগুলো আবিষ্কার করেন।
বাইডেনের আইনজীবী রিচার্ড সউবার শনিবার (১৪ জানুয়ারি) বাইডেনের বাসভবন পরিদর্শনের সময় ৫ পাতার গোপন নথি খুঁজে পান। পরে তা বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বাইডেনের ব্যক্তিগত অফিস পেন বাইডেন সেন্টার থেকে গত বছরের নভেম্বর মাসে প্রথম দফায় ১০টির মতো গোপন নথি উদ্ধার করা হয়। দ্বিতীয়বার বাইডেনের ব্যক্তিগত বাসভবনে ফের অতি গোপনীয়সহ ১০টি নথি পাওয়া যায়।
Leave a Reply