28 Feb 2025, 03:05 pm

মেহেরপুরে পিকনিকের বাস উল্টে নারী ও শিশুসহ ২৫ জন আহত

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুর গাংনীতে পিকনিকের বাস উল্টে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর ও কুষ্টিয়া সড়কের গাংনীর তেরাইল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজনগর ও মোমিনপুর গ্রামের বাসিন্দা।

আহতদের বরাতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের একটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা নাটোরের লালপুর পিকনিক স্পটে যাচ্ছিলেন। বাসটিতে শিশুসহ ৩৭ জন লোক ছিলেন। বাসের অধিকাংশ নারী ও শিশু। বাসটি জোড়পুকুরিয়া ও তেরাইল মাঠের মধ্যে তেরাইল কলেজের সামনে কালভাটের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় বাসের মধ্যে থাকা সবাই  কমবেশি আহত হন।

খবর পেয়ে বামন্দ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইছাহক আলী বলেন, দুর্ঘটনায় আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও  মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Visits Today: 15128
  • Total Visits: 1679564
  • Total Visitors: 4
  • Total Countries: 1741

আজকের বাংলা তারিখ

  • আজ শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
  • ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ২৮শে শা'বান, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, বিকাল ৩:০৫

Archives