অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ডিমোলিশন অস্ত্র, মাইন পরিষ্কার করার সরঞ্জাম, আর্টিলারি শেল ও অন্যান্য অস্ত্র। এর একদিন আগে ইউক্রেনকে এক বিলিয়ন ডলার সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।
বুধবার ইউক্রেন সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর বৃহস্পতিবারই কিয়েভকে ৬০ কোটি ডলার দেওয়ার ঘোষণা আসে।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চাহিদাকে সমর্থন করবে ও কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের যে গভীর সমর্থন তাও প্রকাশ পাবে।
গত কয়েক মাস ধরে রাশিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে কিয়েভকে টানা সমর্থন দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।
তবে ইউক্রেনের ধীর গতির পাল্টা আক্রমণ নিয়ে অনেক মিত্ররাই উদ্বিগ্ন। তবে অনেকেই মনে করছেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হচ্ছে।
ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। তবে কিয়েভের বাহিনী প্রতিদিনই রাশিয়ান বাহিনীর কাছ থেকে ভূমি দখলে নিচ্ছে।