অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. জাছিজার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
আব্দুল ওয়াহেদ মণ্ডলকে রাজধানীর মুগদা থেকে আর মো. জাছিজার রহমান খোকাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।
২০১৬ সালে তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আদালত পরবর্তী জামিন নামঞ্জুর করার পর তারা উভয়ই আত্মগোপনে চলে যায়।
Leave a Reply