অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এই নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল এবং এর অবসান হওয়া উচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওর সঙ্গে আলাপকালে ভিক্টর অরবান বলেন, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জ্বালানির দাম ও মুদ্রাস্ফীতি অর্ধেকে নেমে আসবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
তার ভাষায়, ‘এটা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতেছে আর ইউরোপ হেরেছে। রাশিয়া জিতেছে নাকি হেরেছে সেটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে আমরা যদি অর্থের দিক থেকে বলি, তাহলে রাশিয়া খুব বেশি হারেনি; এমনটা বলার সুযোগ নেই।’
ভিক্টর অরবান বলেন, এই নিষেধাজ্ঞা থামানোর ক্ষমতা হাঙ্গেরির নেই। তবে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর এমন সুযোগ রয়েছে।
Leave a Reply