অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ার পরমাণু শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো উদ্যোগ নেয় তাহলে তার দেশ তাতে ভেটো দেবে।
গতকাল শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।এর আগে, রাশিয়ার পরমাণু শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায় ইউক্রেন।
হাঙ্গেরিতে রুশ নির্মিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেকারণে দেশটি ইউক্রেনের এই প্রস্তাবের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়ার পরমাণু জ্বালানি কোম্পানি রোসাটমের ওপর নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা হলে তা আটকে দেবে বুদাপেস্ট। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার পরমাণু শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা অবশ্যই ভেটোর মুখে পড়বে। তিনি বলেন, “আমরা কোনভাবেই পরমাণু জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেবো না। এটি একেবারেই প্রশ্নের বাইরে।”
ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি ইউক্রেন সংঘাতের প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করে আসছে। দেশটি বলছে, ইউরোপীয় নিষেধাজ্ঞা রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে পারেনি বরং নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয় অর্থনীতি ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply